শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ১২ ফেব্রুয়ারী বুধবার বিকালে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম রিয়াদ (৪) ও সামিয়া খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রিয়াদ ও ইদ্রিস আলীর মেয়ে সামিয়া খাতুন বাড়ির কাছেই একটি ডোবার ধারে কলার মোচা দিয়ে খেলা করছিল। এ সময় একটি মোচা ডোবার মধ্যে পরে গেলে রিয়াদ সেটি তুলতে যায় এবং পানিতে ডুবে যায়।
পরে সামিয়া তাকে পানি থেকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে রিয়াদের মা অনেক খোজাখুজি করে কাদের না পেয়ে প্রতিবেশীদের কাছে যায়। একজন প্রতিবেশী শিশুদের পায়ের জুতা ডোবার পানিতে ভাসতে দেখলে তারা দ্রুত সেখানে যায় এবং চিৎকার করে।
স্থানীয়রা এগিয়ে এসে ডোবায় নামলে পায়ের সাথে শিশু দুটি বেজে যায়। পরে তারা শিশু দুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পপ. কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন জানান, “শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?