নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিন পরিষদ ও ইউপি চেয়ারম্যান রাসেলের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শান্তা আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে এই হামলা চালানো হয়। নিহত শান্তা আক্তার শ্রীনগর ইউনিয়নের শাকিল খানের স্ত্রী। শাকিল খান ইউপি চেয়ারম্যান রিয়াক মোর্শেদ খান রাসেলের ভাতিজা।
পুলিশ ও স্থানীয়রা জানান,গত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর সাথে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো: সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে দুপুরে সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় চেয়ারম্যানের চাচাতো ভাই এর স্ত্রী শান্তা ইসলাম। পরে স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসমাইল বিষয় টি নিশ্চিত করে জানান, দুপুর ২.৩০ মিনিট এর দিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শান্তা আক্তারের পিঠের দিকে শর্টগানের গুলি লেগেছে। মরদেহ ময়নাতদন্তের পর আরও তথ্য জানা যাবে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ ভবন ও চেয়ারম্যানের বাড়িতে হামলা ও গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ও লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।