নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় অবস্থিত থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি রহিম উল্যাহ রহমত এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলা উদ্দিন মিয়া। এসময় নবগঠিত এডহক কমিটি কে ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা।
প্রতিষ্ঠানের প্রভাষক কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাম্বিশন স্কল অ্যান্ড কলেজের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আরেজ উদ্দিন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের ইয়াছিন আরাফাত মামুন, আবদুল্লাহ আল ফারুক এবং মোঃ ওমর ফারুক। বক্তারা তাদের বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্প্রসারণ ও বৃদ্ধিতে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ সময় পর অত্র স্কুল অ্যান্ড কলেজ স্থানীয়দের মধ্যে থেকে সভাপতি পেয়েছে। আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিজে এই স্কুলে দুই বার খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম।
তাই এই অভিজ্ঞতা আমাকে অত্র স্কুলকে এগিয়ে নিতে সাহায্য করবে। যেহেতু এটা এডহক কমিটি, তাই সময় অল্প। এই অল্প সময়ের মধ্যে স্কুলের শিক্ষার মান উন্নয়নে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও প্রাক্তন ছাত্র পরিষদসহ স্কুলের সাথে যারা জড়িত আছেন সবার সহযোগিতা ও পরামর্শের আলোকে আমরা নতুন কিছু উপহার দিতে পারবো।
তিনি আরো বলেন, অতীতে এই স্কুলের দায়িত্বে যারা ছিলেন তারা একগুয়েমি ও স্বৈরতান্ত্রিকভাবে এই স্কুল পরিচালনা করছে। তাই অত্র এলাকার সাধারণ মানুষ এই স্কুলে আসতো না কিন্তু আজকের মতবিনিময় সভার উপস্থিতি এটা প্রমাণ করে যে এলাকার মানুষ তাদের স্কুলটাকে ভালোবাসে।
তাই সকল রাগ অভিমান ভুলে তারা আজ আবার এখানে এসেছে। ভবিষ্যতেও তারা সবাই আজকের মতো এই স্কুলকে নিজেদের মনে করে এগিয়ে আসবে।