মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধি
ভোলায় বিপুল পরিমাণ গাঁজাসহ লঞ্চঘাট এলাকা থেকে হেফাজত আলী আরমান (২৯) নামে এক যুবক আটক করেছে পুলিশ । এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আরমান ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির মো: উজ্জল সর্দারের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ সদস্যরা ইলিশা লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে। ওই সময় লঞ্চঘাটের পল্টুন থেকে একটি ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে। মামলা শেষে তাকে ভোলার আদালতে প্রেরণ করা হবে।