সারাদেশে স্মার্টকার্ডধারী আনসার সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। বাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা এবং সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির কারণে বিভিন্ন সংস্থার আস্থা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ৫,৬০০টিরও বেশি গার্ডে প্রায় ৫১,৬৬০ জন আনসার সদস্য কর্মরত রয়েছেন। বিশেষ করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনবল বৃদ্ধির বিষয়টি উল্লেখযোগ্য। চলতি মাসে টার্মিনাল-১ ও ২-এ ৪০০ জন এবং টার্মিনাল-৩-এ ৫৭৬ জন নতুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে বিমানবন্দরের মোট আনসার সদস্য সংখ্যা ১,২৬৯ থেকে বৃদ্ধি পেয়ে ২,২৪৫ জনে উন্নীত হয়েছে।
এছাড়াও জানুয়ারি ২০২৫ মাসে সারাদেশে ১৪টি নতুন গার্ড বৃদ্ধি করা হয়েছে। এতে নতুন করে ১৩০ জন আনসার সদস্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন গার্ড অনুসন্ধান এবং সদস্য মোতায়েনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।
বাহিনীর পক্ষ থেকে পেশাদারিত্ব ও সেবা প্রদানের মান উন্নয়নের কারণে নতুন সংস্থাগুলোও আনসার সদস্য নিতে আগ্রহ প্রকাশ করছে। জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এই বাহিনী মহাপরিচালকের নেতৃত্বে আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের প্রচেষ্টা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।