মোঃ তাজুল ইসলাম, সুবর্নচর প্রতিনিধি
স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালীতে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ দিনব্যাপী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হীড বাংলাদেশ নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রামান্যচিত্র প্রদর্শনী, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” সহ নানা শ্লোগানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হীড বাংলাদেশের চেয়ারম্যান বায়রন পি বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান মো. আবুল বাশার সহ সংস্থার কর্মকর্তা ও কর্মীরা।
বক্তারা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে হীড বাংলাদেশের কর্মযজ্ঞ, অর্জন, সাফল্যের গৌরব গাঁথা তুলে ধরেন। একই সাথে আগামীতেও হীড বাংলাদেশ দেশের মানুষের জন্য আরো যুগোপযোগী বিষয় নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।