হাফিজুর রহমান (সাতক্ষীরা প্রতিনিধি):
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৪ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক সেবন করার অপরাধে ০২ জন আসামী সহ ০৪ জন গ্রেফতার
সাতক্ষীরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় পৃথক পৃথক বিশেষ অভিযান চলাকালে অদ্য ২৫/০১/২০২৫ তারিখ এসআই(নিঃ)/শেখ আহম্মাদ কবির সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন রাজারবাগান সাকিনস্থ সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে পোষ্ট অফিস সন্তোষের মোড় (কলেজ রোড) পাকা রাস্তার উপর থেকে আসামী ১।
মুজাহিদুল হোসেন সরদার (৩০), পিং-মোঃ ইনামুল সরদার, মাতা-তানজিলা বেগম, সাং বেউলা, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরাকে ৩০ (ত্রিশ) বোতল অবৈধ মাদক ফেন্সিডিল এবং জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/সাহিদুল আলম সংগীয় ফোর্স সহ পৃথক অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন বকচরা সাকিনস্থ মোকবুলের ৩ রাস্তার মোড়ে মেসার্স আলিম ট্রেডার্স কৃষি ঘরের সামনে বকচরা টু পরানদহ গামী পাকা রাস্তার উপর থেকে আসামী ১। রাকেশ (২৪), পিং মোঃ জাহান আলী, সাং রসুলপুর (নিম পুকুরের পাশে), বর্তমান সাং ইটাগাছা মহিলা মাদ্রাসার পাশে (মন্টুর বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা সাতক্ষীরা হেফাজত হইতে ৭০০ গ্রাম গাঁজা এবং ০৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন এবং এসআই (নিঃ)/মোঃ মোস্তাক আহম্মেদ পৃথক অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন লাবসা হইতে মেডিকেল মোড় বাইপাস রাস্তায় মনপুরা রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সাজিবুর রহমান সাজু (২৮), পিং মোঃ গনিয়ার রহমান, সাং-কাকশিয়ালী, থানা কালিগঞ্জ, ২। মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৬), পিং মোঃ আবুল হোসেন গাজী, সাং উত্তর আটুলিয়া, থানা শ্যামনগর, উভয় জেলা সাতক্ষীরা দ্বয়কে মদ খেয়ে মাতাল অবস্থায় গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানা, সাতক্ষীরায় পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।