কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরের আগমন উপলক্ষে র্যালী ও পথসভা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে কয়রাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
আমীরে জামায়াতের আগমন উপলক্ষে উপজেলা সদরে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ডিসেম্বর) কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কয়রা-পাইকগাছার এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাড. মোস্তাফিজুর রহমান,উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন,কয়রা সদর আমীর মো: মিজানুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের শতশত নেতাকর্মী।মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন সমাবেশ সফল করার জন্য নেতা – কর্মী সহ কয়রার আপামর জনসাধারণের সহযোগিতা আশা করেন।