শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

পটুয়াখালীর মহিপুরে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

পটুয়াখালীর মহিপুরে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার-১

মোঃ সাইফুল ইসলাম(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবা সহ আল-আমিন (৪১),পিতা মোঃ খালেক খলিফা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আল-আমিন মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আল-আমিন উক্ত এলাকার  মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর)  আনুমানিক রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে

এস আই আঃ জলিল,এ এস আই বাশার হাওলাদার,কন্টেবল সুমন সহ ৫-৬ জনের একটি টিম অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী আল-আমিনের  বিরুদ্ধে পূর্বে ৭টি  মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, আল-আমিন খলিফা একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)  তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক দ্রব্য নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর