সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ডোমারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯

ডোমারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাকিবুল হাসান, ডোমার (নীলফামারী প্রতিনিধি:) 
নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার পোস্ট অফিসের সামনে ডিবি রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম (৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকায়।তিনি ওই এলাকার মৃত সোলেমান আলীর পুত্র।
জানা যায়, গতকাল ৯ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন ডিবি রোড সড়কে সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,
সেলিম তার পুত্রের প্রাইভেট শেষ করে পুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন , সে সময় তিনি ডিবি রোডের পোস্ট অফিসের সামনে আসলে দ্রুত গতি সম্পন্ন একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে তিনি ও তার ছেল মোটরসাইকেল  থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন , তার ছেলে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
দুর্ঘটনায় পরই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়কে ট্রাক চলাচল বন্ধ করে দেয়। তারা দাবী জানায় বাইপাস রোড থাকা সত্ত্বেও এই রাস্তা দিয়ে হর-হামেশাই ভারী যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি রেখে   ট্র্যাকের ড্রাইভার পালিয়ে যায় ট্রাকটি আটক করা হয়েছে এবং লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের ভাই সম্পূ প্রামানিক বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করলে এজাহারটি সড়ক পরিবহন আইনে মামলার রুজু করা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

০৮ জানুয়ারী ২০২৫