মো : ইউছুফ রিফাত ভূঁইয়া, (চরফ্যাশন প্রতিনিধঃ)
ভোলা চরফ্যাশন ওসমানগঞ্জের সেলিম মিয়ার মেজো মেয়ে, তানিয়া মিমিকে ৫ বছর আগে ভালবেসে বিয়ে করেন ওমরপুর জনতা বাজারে দফাদার বাড়ির সেলিমের ছেলে আরাফাত। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো আরাফাত এবং শাশুড়ী। তাদের তিন বছর ছয় মাসের একটি মেয়ে আছে।
নির্যাতনের পরে তানিয়া মিমি বাবার বাড়ি চলে আসলে আরাফাত আর নির্যাতন করবে না এ মর্মে মিমির বাবার বাড়ি থেকে নিয়ে আসতো। কিন্তু আবার ও যৌতুকের দাবিতে নির্যাতন করতো। গত এক ডিসেম্বর রাত্রে নির্যাতন এক পর্যায়ে অসুস্থ হয়ে পরে তানিয়া মিমি অবস্থা খারাপ দেখে বিষ মুখে ঢেলে দেয় বলে অভিযোগ করে মিমির বাবা সেলিম মিয়া।
পরে রাত্র ২:৩৫ টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় তানিয়া মিমিকে। পরের দিন সকালে খবর পেয়ে হাসপাতলে যায় তানিয়া মিমির বাবা মা অবস্থা খারাপ দেখলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করেন। রাত্রে তানিয়া মিমির অবস্থা খারাপ দেখে স্বামী
আরাফাত ও শাশুড়ি হাসপাতালে তানিয়া মিমিকে রেখে পালিয়ে যায়। তার পরের দিন দুপুরে হাসপাতালে মারা যায় তানিয়া মিমি।সুরতহাল রিপোর্টে মিমির শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন দেখতে পাওয়া যায়। তানিয়া মিমির বাবা সেলিম মিয়া জানান ময়না তদন্ত রিপোর্ট আসলে হত্যা মামলা করবো। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। তানিয়া মিমির স্বামী আরাফাতের ফোনে একাধিকবার চেষ্টা করে ফোন বন্ধ পেয়েছি।