মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়া কুন্ডা গ্রামের নূর আলীর ছেলে। সুজন মিয়ার নামে নাসিরনগর থানায় ৪ টি ডাকাতি মামলা ৩ টি চুরির মামলা ও ১ টি মাদক মামলা সহ মোট ৮ টি মামলা রয়েছে।
৩ ডিসেম্বর (মঙ্গলবার) অনুমান রাত দুই ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযান চলাকালীন, এসআই নূরে আলম, এসআই, শফিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ হোসেন, এএসআই নাজমুল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দুর্ধর্ষ ডাকাত সুজনকে উপজেলার কুন্ডা থেকে গ্রেফতার করে।
সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।