সাইফুল ইসলাম- কয়রা (খুলনা) প্রতিনিধি :
খুলনা জেলার কয়রা উপজেলায় সুন্দরবন কোয়ালিশন এর উদ্যোগে কয়রা খালে অবৈধ নেটপাটা উচ্ছেদে একটি বিশেষ ক্যাম্পেইন ও মিডিয়া ভিজিট অনুষ্ঠিত হয়।উল্লেখ্য দীর্ঘদিন ধরে কয়রা খালে নেটপাটা দিয়ে মাছ শিকারের কারনে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেনীর মানুষ। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এ ছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় কয়রা খাল পাড়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরতে এবং খালটি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সামনে আনতে সাংবাদিকদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
ক্যাম্পেইনের সময় স্থানীয় জনগণ জানান,যুগ যুগ ধরে কয়রা খাল স্থানীয় ক্ষমতাশালী ব্যক্তিদের দখলে থাকায় প্রায় ১২ হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
খালের প্রাকৃতিক বন্ধ হওয়ায় কৃষিকাজ, সেচ ব্যবস্থা, এবং মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা ও পানির অভাবে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।ক্যাম্পেইন এ সহযোগিতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব ও অডিএফ। এছাড়া ক্যাম্পেইনে কয়রা উপজেলার প্রেসক্লাব ও প্রেসক্লাব কয়রার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
ক্যাম্পেইনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ। পরে উপস্থিত সাংবাদিকরা কয়রা খাল পরিদর্শন করেন।