সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি:
সিংগাইর উপজেলার জয়মন্টপের নয়ানী এলাকায় হযরত শাহ্ সূফি ডেঙ্গর পীর সাহেবের প্রতিষ্ঠিত জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফ কমিটির উদ্যোগে ১৩০তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী(বুধবার) সকাল থেকেই নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। নাগরদোলাসহ বিভিন্ন দোকানের পসরায় তিল ধারণের ঠাঁই ছিল না মাজার চত্বরে।
এদিন কর্মসূচিতে ছিল ভক্ত আশেকানদের মাঝে তবারক বিতরণ ও রাতব্যাপি ওয়াজ মাহফিল, মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শ্যামলি বাইতুস সালাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব আল্লামা শায়খ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলী ইমাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন,বিশিষ্ট লেখক,গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, আশকোনা চাদবাগ জামে মসজিদের খতিব মাওলানা শায়খ মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনী, বিশেষ আলোচক হিসেবে ছিলেন জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফের অন্যতম খলিফা হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী, বিশেষ বক্তা তরুণ ইসলামিক স্কলার,লেখক,গবেষক ও অনুবাদক হযরত মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী খতিব,হযরত ইমামে আজম(রা:) জামে মসজিদ,ফকিরহাট,সলিমপুর,চট্রগ্রাম। অনলবর্ষী বক্তা,ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ খান,ইমাম ও খতিব,জয়মন্টপ পীরবাড়ি জামে মসজিদ,সিংগাইর,মানিকগঞ্জ। এ ছাড়াও দেশবরেণ্য ও প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখ এই মোবারকপূর্ন মাহফিলে তাশরীফ আনেন।
এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব এস এম আব্দুল মান্নান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো: মোতালেব হোসেন
সার্বিক সহযোগিতায় ছিলেন জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফের আজীবন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস,
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাক্তিবর্গ।