কে, এইচ, এম, নূরুল আলম কামাল , নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মো. মিলন মিয়া (২০) হত্যার মামলায় মো. শাহজাহান মিয়া (২১) মৃত্যুদন্ড ও মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়ার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এতে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডর দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। ভুক্তভোগী ও সরকার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম এ বিষয়টি নিশ্চিত করে রায়ের সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের অ্যাডভোকেট এম নজরুল ইসলাম খান। মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারী স্কুল মোড়ে ব্যবসা করছিল। একই এলাকায় মো. শাহজাহান মিয়াও ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়ায়িক লেনদেনও ছিল। এ সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল।এরমধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারীতে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা হাওলাত নেয়। হাওলাত টাকা ফেরৎ চাইলে শাহ জাহান মোটর সাইকেল বিক্রি দেবে বলে জানায়। মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারী রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরদিন বাড়ির অদূরে মিলনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারী নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখসড় অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। মামলার সাক্ষীদের…
১২ মার্চ ২০২৫