বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর,একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে : নাহিদ রানা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল। গাজার অধিবাসীদের জন্য হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। গাজা ওপর এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদ হচ্ছে বাংলাদেশ থেকেও। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। গাজা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন টাইগার পেসার নাহিদ রানা। গাজায় ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, […]

নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ২১:১২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল। গাজার অধিবাসীদের জন্য হৃদয় পুড়ছে বিশ্ববাসীর।

গাজা ওপর এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদ হচ্ছে বাংলাদেশ থেকেও। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। গাজা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন টাইগার পেসার নাহিদ রানা।

গাজায় ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টাও গাজার মজলুম জনগনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে।

গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।’

তিনি আরও বলেন, ‘আমরা গাজার জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন জানাতে চাই এই দিনে। সেই সঙ্গে, আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়।’

প্রসঙ্গত, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। সেই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

হামজার আগমনে বাংলাদেশ দলই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামী ফুটবল দল

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ। নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ; এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ […]

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১২:১৮

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ;

এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ দলে পড়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ।

এশিয়া কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজার। ম্যাচটি খেলতে সোমবার দেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

এই ম্যাচের আগে ভারতকে একটি জায়গাতে পেছনে ফেলেছে বাংলাদেশ, আর সেটা কেবল হামজার কারণেই। কেবল তার অন্তর্ভুক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ। এতোদিন সবচেয়ে দামি দল ছিল সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আন্তর্জাতিক ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’- এমনই জানিয়েছে। ওয়েব সাইটটির হিসাব অনুযায়ী ভারত স্কোয়াডের মূল্যমান ৫.৮৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশ স্কোয়াডের মূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো। হামজা নাম লেখানোয় বাংলাদেশ স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে ৮.৫৯ মিলিয়ন ইউরো।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা। হামজার একার বাজারদরই ৪.৫০ মিলিয়ন ইউরো, এ কারণেই বাংলাদেশ স্কোয়াডের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে।

পুরো এশিয়ার হিসেবে অবশ্য বাংলাদেশ বেশ পিছিয়ে, এশিয়াতে দামি দলের তালিকায় ১৯তম স্থানে তারা। ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তাদের স্কোয়াডের মূল্য ৩০৬ মিলিয়ন ইউরো।

১৩৪.১০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে উজবেকিস্তান, তাদের স্কোয়াডের মূল্য ৪৭ মিলিয়ন ইউরো। ৪৬.৩০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে ইরান চারে এবং পাঁচে থাকা সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডের মূল্য ৪৪.৩৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

ভারতের সম্ভাব্য একাদশের মূল্য ২.৮৫ মিলিয়ন ইউরো, যেখানে হামজার বাজারদর সাড়ে চার মিলিয়ন ইউরো। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দলবদলের হিসেবে হামজার সর্বোচ্চ মূল্য ওঠে ১০ মিলিয়ন ইউরো।

খেলা

বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব

জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি। এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার […]

নিউজ ডেস্ক

২২ মার্চ ২০২৫, ২০:২৪

জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি।

এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তৎকালীন বোর্ডকর্তারা এ ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

তবে এখন পরিস্থিতি পুরোপুরি পালটে গেছে। গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য। জাতীয় দলের হয়ে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও।

তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন। সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ারও করেছেন। এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি।