মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

এন টিভির বার্তা সম্পাদক সাংবাদিক আবদুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী  পুলিশ সুপার (রামগতি সার্কেল) […]

নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

লক্ষ্মীপুর

প্রতিনিধি, লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী  পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও  সাব- রেজিস্ট্রার মোরশেদ আলম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফয়েজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজির হাট উপকূল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও জেএসডি’র উপজেলা সভাপতি আবদুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম কাদের, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও রামগতি উপজেলা সদস্য সচিব দিদার খন্দকার, প্রেস ক্লাব উপদেষ্টা কাজী মো: ইউনুস, সাইফুল্লাহ হেলাল,সিনিয়র সহ সভাপতি সানা উল্ল্যাহ সানু, পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল ও রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লবসহ কমলনগর উপজেলা প্রশাসনের  বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও  কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
ক্রীড়া কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন আমু জানান, ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২৪টি দল অংশ গ্রহন করে। প্রথম দিনে উপজেলা প্রশাসনকে হারিয়ে কমলনগর থানা প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়। কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু বলেন,
কমলনগরের কৃতি সন্তান আবদুস শহীদ জীবনের বেশিরভাগ সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির সিনিয়র বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। ছাত্রাবস্থায় সাংবাদিকতায় যুক্ত হন তিনি।
দীর্ঘদিন দৈনিক দিনকালের চিফরিপোর্টার পদে দায়িত্ব পালনের পর যোগ দেন তৎকালীন লন্ডন ভিত্তিক টেলিভিশন- চ্যানেল এস এ, এরপর এনটিভিতে। তিনি ঢাকার সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন-ডিইউজের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ২৩ আগষ্ট ২০২০ ইং বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মারা যান। মৃত্যুর সময় আবদুস শহীদ  স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন ।

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব

জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি। এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার […]

নিউজ ডেস্ক

২২ মার্চ ২০২৫, ২০:২৪

জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি।

এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তৎকালীন বোর্ডকর্তারা এ ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

তবে এখন পরিস্থিতি পুরোপুরি পালটে গেছে। গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য। জাতীয় দলের হয়ে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও।

তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন। সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ারও করেছেন। এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি।

খেলা

হামজার আগমনে বাংলাদেশ দলই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামী ফুটবল দল

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ। নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ; এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ […]

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১২:১৮

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ;

এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ দলে পড়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ।

এশিয়া কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজার। ম্যাচটি খেলতে সোমবার দেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

এই ম্যাচের আগে ভারতকে একটি জায়গাতে পেছনে ফেলেছে বাংলাদেশ, আর সেটা কেবল হামজার কারণেই। কেবল তার অন্তর্ভুক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ। এতোদিন সবচেয়ে দামি দল ছিল সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আন্তর্জাতিক ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’- এমনই জানিয়েছে। ওয়েব সাইটটির হিসাব অনুযায়ী ভারত স্কোয়াডের মূল্যমান ৫.৮৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশ স্কোয়াডের মূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো। হামজা নাম লেখানোয় বাংলাদেশ স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে ৮.৫৯ মিলিয়ন ইউরো।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা। হামজার একার বাজারদরই ৪.৫০ মিলিয়ন ইউরো, এ কারণেই বাংলাদেশ স্কোয়াডের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে।

পুরো এশিয়ার হিসেবে অবশ্য বাংলাদেশ বেশ পিছিয়ে, এশিয়াতে দামি দলের তালিকায় ১৯তম স্থানে তারা। ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তাদের স্কোয়াডের মূল্য ৩০৬ মিলিয়ন ইউরো।

১৩৪.১০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে উজবেকিস্তান, তাদের স্কোয়াডের মূল্য ৪৭ মিলিয়ন ইউরো। ৪৬.৩০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে ইরান চারে এবং পাঁচে থাকা সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডের মূল্য ৪৪.৩৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

ভারতের সম্ভাব্য একাদশের মূল্য ২.৮৫ মিলিয়ন ইউরো, যেখানে হামজার বাজারদর সাড়ে চার মিলিয়ন ইউরো। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দলবদলের হিসেবে হামজার সর্বোচ্চ মূল্য ওঠে ১০ মিলিয়ন ইউরো।