জাতীয় পার্টির সঙ্গে রাজনৈতিক সমীকরণে ‘নরম মনোভাব’ দেখালে তা ভবিষ্যতে জাতীয় রাজনীতিকে আরও বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, জাতীয় পার্টি সম্পর্কে এনসিপি যে অবস্থান নিয়েছে, একই অবস্থান জামায়াত ও বিএনপিরও গ্রহণ করা উচিত।
সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের আগে দেশে ইসলাম বনাম এন্টি-ইসলাম গেম চলছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না—আঘাত করলে প্রতিরোধ করা হবে।” তিনি আরও জানান, এনসিপি হিন্দুত্ববাদী বিভাজন অথবা ধর্মীয় বিদ্বেষের রাজনীতি চায় না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে, তার জবাব জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা জরুরি।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, “শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।”
বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, “গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া তা দেখিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হলে ভারতের প্রেসক্রিপশন, বিদেশি চাপে পরিচালিত রাজনীতি বা জাতীয় পার্টির নির্দেশনা—কোনোটাই গ্রহণযোগ্য নয়।”
দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও তাদের কিছু ক্ষেত্রে সংস্কারের দরকার আছে। অন্যদিকে জামায়াতকে তিনি ‘রেভল্যুশনারি দল’ আখ্যা দিয়ে বলেন, তাদের কিছু ভালো কাজ থাকলেও গণতন্ত্রচর্চায় ঘাটতি রয়েছে।
এনসিপির মনোনয়ন বাছাইয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ আছে—এমন কাউকে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হবে না।