গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কাকরাইলে হামলার পর থেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অথচ তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নুরুল হক নুর যেভাবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার সমস্যা ও সংকট এখনো বিদ্যমান।
তার নাক দিয়ে জমাটবাধা রক্ত বের হচ্ছে, মাথা ও চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। হাঁটতে পারছেন না, কথা বলতেও কষ্ট হচ্ছে। অথচ গণমাধ্যমে তার সুস্থতার খবর প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”
এ সময় রাশেদ খান নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, নুর বিমর্ষ অবস্থায় বসে আছেন এবং তার হাতে থাকা তোয়ালে রক্তে ভিজে গেছে। তিনি অভিযোগ করেন, “নুরের ওপর যে হামলা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। ব্রেনে আঘাতের চিহ্ন রয়েছে, ফলে মস্তিষ্কও সঠিকভাবে কাজ করছে না।”
রাশেদ আরও বলেন, “এ হামলার ঘটনায় সরকারের কোনো উদ্যোগ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া এমন হামলা হতে পারে না।
আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা উচিত।” তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টি ও ১৪ দলসহ অন্যান্য ফ্যাসিবাদী দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।