প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর গির্জা মহল্লা (বিবির পুকুর উত্তর পাড়) প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিনি বলেন, “শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এ সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
ফয়জুল করীম আরও বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। বরং আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
তিনি দাবি করেন, ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ বছরের পথচলা প্রমাণ করেছে যে নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনার মাধ্যমেই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন সঞ্চালনা করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ছাত্র, শিক্ষক, আইনজীবী ও যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।