জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ মহান স্বাধীনতা দিবসে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ’৭১ ও ’২৪ এর তুলনামূলক আলোচনা করেন।
তিনি উল্লেখ করেন যে, ‘৪৭ সালের প্রেক্ষাপট তৈরি না হলে ’৭১-এর মুক্তিযুদ্ধের প্রশ্নই উঠতো না।
ববি হাজ্জাজ বলেন, মহান স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় ’৭১ বনাম ’২৪ নিয়ে বিতর্ক চলছে, যার সূত্রপাত হয়েছে উপদেষ্টাদের কিছু বক্তব্যকে ঘিরে। কিন্তু প্রশ্ন হলো, ’৭১ বড় না ’৪৭? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৪৭ সালের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্ভব হতো না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং একে কেবলমাত্র দলীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। তার মতে, আওয়ামী লীগের প্রচার ব্যবস্থার কারণে অনেকের মন ও মগজে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ সমার্থক হয়ে গেছে।
ববি হাজ্জাজের মতে, আওয়ামী লীগের কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না, এমনকি দলীয়ভাবে যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি। ফলে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য বিদ্রোহী মেজর জিয়াউর রহমানকে শরণাপন্ন হতে হয়।
তিনি দাবি করেন, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘We Revolt’ ঘোষণা থেকেই প্রকৃত মুক্তিযুদ্ধ শুরু হয়।
বর্তমান পরিস্থিতির তুলনা করে ববি হাজ্জাজ বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দিল্লীর দাসত্ব করা শেখ পরিবারের নেতৃত্বাধীন এক ফ্যাসিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে। আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শেখ মুজিবের প্রতারণার পর জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ থেকে।
তিনি মন্তব্য করেন, ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে লেখা হয়, না হলে ২৫ মার্চের গণহত্যার পর জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতো।
তিনি বলেন, ২৪ সালের শত্রুও ছিল ভিনদেশী মদদপুষ্ট বাহিনী, আর সেই কারণেই এ দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

‘ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্ত’ আপনি কি সমর্থন করেন?