ফজলুর রহমান বলেছেন, ‘এই দেশে দল হবে দুইটা, একটা হলো র্যাডিক্যাল দল, এইটা এক সময় গড়ে উঠবে যদি দেশ থাকে। আরেকটা হবে কনজার্ভেটিভ পার্টি, বিএনপি এর মতো। অনেক রকমের চিন্তা-ভাবনার একটা সমন্বয়।
আর যতদিন দেশে ৯২% মুসলমান থাকবে তাদের জন্য ইসলামের নামে দল থেকেই যাবে। তাইলে তিনটা দল হচ্ছে এখানে। আর বাম রাজনীতি যদি পৃথিবীতে আবার আসে সেটা আমি পরে বলবো।’
বিএনপি’র দল হিসেবে অবস্থানের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি যদি রিয়েল পলিটিক্স টা করতে পারে তাহলে বিএনপি নাম্বার ওয়ানে আসবে সামনের অনেকগুলো দিনে।’
সুষ্ঠু রাজনীতি চর্চা করার মাধ্যমে বিএনপির নাম্বার ওয়ান রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
শনিবার (১৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ আর মওলানা সাহেবরা সব সময় ঐক্য করে ইসলামকে রক্ষা করবে, আমাদেরকে হেদায়েত করবে যাতে বেহেশতে যাইতে পারি, মাঝে মধ্যে সীট পাবে, কিন্তু আমার ধারণ হলো আমি সব সময় বলি তারা ওয়াজের বা মিছিলের মাঠে লীড করবে। কিন্তু ইলেকশনের মাঠে তারা ১৫%।’