নূরুল আলম কামাল, নেত্রকোনা :
বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীদের জেল খাটিয়েছে। নেতা কর্মীদের কাছে প্রশ্ন রেখে বলেন, এখন সেই জুলুমকারী ফ্যাসিস্ট নেত্রী কোথায়? দেশ ছেড়ে পালিয়েছে। দেশ ছেড়ে পালানো এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে। তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি।
সোমবার বিকালে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী কলেজের খেলা মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্টু’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদীরা দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা। এসব মোকাবেলা করার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
বাবর আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের বেকার যুবকদের কাজে লাগাতে হবে। তাদের জন্য কর্ম সংস্থান তৈরী করা হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর সংসদীয় আসন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৯৬ সালে দ্বিতীয় ও ২০০১ সালে তৃতীয়বার নির্বাচিত হন। ২০০১ সালের তিনি চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। ১/১১ সরকার লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালের মে মাসে গ্রেপ্তার করে।
দীর্ঘ ১৭ বছর ৭ মাস কারা ভোগ করেন তিনি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যান ভারত। এরপর বাবর সব মামলা থেকে খালাস পেয়ে ১৬ই জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বের হন। ২২ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা বিএনপির থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে জেলার সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজার জিয়ারত করেন। ওইদিন রাতেই তিনি নিজ বাড়ি মদন উপজেলার বাড়িভাদেরায়যযান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?