ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিন। স্থানীয় নির্বাচন আগে হলে নির্বাচনে প্রভাব সৃষ্টিকারী দৈত্য-দানবগুলো চিহ্নিত করা সহজ হবে।
এই দৈত্যদানবগুলোকে আটকে দিয়ে জাতীয় নির্বাচন দিলে সেই নির্বাচন ফেয়ার হবে। নির্বাচনে জনগণের ভোটের প্রতিফলন সম্ভব হবে। অন্যথায় অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আগের রাতে ভোট হয়ে যাওয়ার সমূহসম্ভবনাকে উড়িয়ে দেয়া যায় না।
তিনি বলেন, যারা নির্বাচনের জন্যে পাগলপারা তারাই সেই দৈত্যদানব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সম্প্রতি আগত শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কেএম বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা শাহ জামাল, মুহাম্মদ কামাল আহমদ, আলহাজ্ব
মুহাম্মদ শাহাদাত হোসাইন, আবুল কালাম আজাদ, হাজী মুহাম্মদ শাহিন আহমদ, মুহাম্মদ শরিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, রুনু, মুহাম্মদ হাসমত আলী। মাওলানা খলিলুর রহমান বলেন, বৈষম্য দূর করতে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে।
কিন্তু এখনো শ্রমিক-জনতা চরম বৈষম্যের শিকার। সরকার আসে, সরকার যায় শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান বলেন, ৫৩ বছরেও যারা বৈষম্য দূর করতে পারেনি তাদেরকে জনগণ পুনরায় ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি করে যারা দেশকে পূর্বের জায়গা নিয়ে যেতে চায় তারা দেশও জনগণের শত্রু। তারা ফ্যাসিবাদের দোসর।
সেক্রেটারী জেনারেল কেএম বেলাল হোসাইন বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি বলেন, ক্ষমতার জন্য যারা অস্থির হয়ে উঠছে, তারা ফ্যাসিবাদ পুন: প্রতিষ্ঠা করতে চায়।
সংস্কার ব্যতীত নির্বাচন হলে জনগণের কোন কল্যাণ হবে না। নতুনভাবে ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য সংস্কার করা জরুরি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?