প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা প্রতিনিধি :
ময়মনসিংহ উঃজেলার তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ সোরহাব আলী। এই সংগ্রামী প্রবীণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ও জিয়ার আদর্শের সৈনিক হিসেবে স্থানীয় এলাকায় ব্যপক পরিচিত।
তিনি ক্লিন ইমেজের পরিক্ষিত রাজনৈতিক নেতা হিসাবে সকলের কাছে সুপরিচিত। প্রবীণ এই বিএনপি নেতা ৫ নং বালিখাঁ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সভাপতি যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা ও নেতার পরিবার কোণঠাসা হয়ে আতংকে ও ভয়ে অতিষ্ঠের কষ্ঠের জীবন পার করছেন বছরের পর বছর।
সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুহাম্মদ সোরহাব আলীর বাড়ির উত্তর দিকের প্রায় ৪০০গজ দূরের অবস্থিত ধলাই বিলের ১২০ শতাংশ জমি বাংলাদেশ সরকার কতৃক লিজে প্রাপ্ত হয়ে চাষাবাদ ও মাছ চাষ করে আসছে দীর্ঘ দিন যাবৎ।
বালিখাঁ ইউনিয়ন মৌজা স্থিত বি. আর. এস ৭৩৭ দাগের ১২০ শতাংশ ভূমি বেদখল করার জন্য ফ্যাসিস্ট সরকার যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নানান পায়তারা চালিয়ে আসছে। অতীতে ক্ষমতার দাপট ও আধিপত্য বিস্তার দেখিয়ে জুলুম ও অত্যাচার করে আসছে দিনের পর দিন, মাসের পর মাস ও বছরের পর বছর।
যুবলীগ নেতার লাল চোখের বৃত্তের কাছে বিএনপি নেতা কোণঠাসা হয়ে বার বার থানা পুলিশের আশ্রয় নিতে গেলেও অতীতে তাদের জুলুম- অত্যাচার ছিলো ভয়ঙ্করতম ও নিষ্ঠুর প্রকৃতির।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?