নেত্রকোনা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। ছাত্র জনতার আন্দোলনের ছয় মাস পার হয়ে গেছে। এরমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোড ম্যাপ দিতে পারে নি। এ পর্যায়ে এসে আমরা সরকারকে বার্তা দিতে চাই। অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে অবশ্যই সিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
সোমবার বিকালে নেত্রকোনা পৌর শহরের মুক্তারপাড়া কালেক্টরেট মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তারপরও এখন এই মুহূর্তে জনগণকে কিভাবে ট্যাক্স মুক্ত করা যায় সেই কথা ভাবতে হবে কিন্তু অন্তবর্তী সরকার বিভিন্ন পণ্যের উপর আরোপ করেছে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সরকার আবার ইন্ডাস্ট্রি চিকিৎসক বিভিন্ন ক্ষেত্রে করার অফ করার কথা বলছে এতে করে জনগণের উপরেই চাপ যাবে অতিরিক্ত করার চিন্তা না করে কিভাবে জনগণকে করমুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান
প্রিন্স আরও বলেন, সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। আমার প্রশ্ন এই দুর্নীতিবাজ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে ৬ মাস পরে কেন অপারেশন ডেভিল হান্ট শুরু করা হলো। এটি আরও আগে কেন করা হয়নি।
তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনা করে বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন। তিনি এখন ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে ফাঁসানোর জন্য দীর্ঘ ১৭ বছর তাকে নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?