আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ফেরআউন নমরুদকে যেভাবে একটি মশার মাধ্যমে আল্লাহ পতন করিয়েছিলেন সেই রকম বিগত দিনের সরকার ভয়ানক অপমান,অপদস্ত, লাঞ্চিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
এটা মহান আল্লাহর তরফ থেকেই হয়েছে। আল্লাহ ছাড় দেন ছেরে দেন না মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আসগর রিপন মল্লিক।
এ সময় তিনি আরো বলেন, বিগত ১৫ বছর একটি জালিম সরকার দেশ শাসন করেছে। দেশে মানুষের কোনো গনতান্ত্রিক ভাষা ছিলোনা,কথা বলার ভাষা ছিলোনা শুধু তাই নয় বেগম খালেদা জিয়া কে কারারুদ্ধ করে এবং শীর্ষ স্থানীয় নেতাদের জেল খাটিয়েছেন সেই জালিম সরকার। অনেকের মধ্যে সন্দেহ ছিলো এই সরকার কি আর বিদায় হবে? মহান সৃষ্টিকর্তার তরফ থেকে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে স্বৈরশাসক সরকারের পতন হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ যদিও অনেকটা শান্ত রয়েছে কিন্তু ষড়যন্ত্র থামে নাই। ইন্ডিয়াতে বসেও তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। সেজন্য সকলের কাছে বিনীত অনুরোধ করে বলবো আগামীতেও আপনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।
সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শনিবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম মজুমদার।
সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন কৃষক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম মাতবরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী,কেন্দ্রীয় কৃষক দলের সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাছুম, কৃষক দল নেতা মজিবর দেওয়ান,হালিম বেপারী, জাকির খান,শওকত মাহমুদ,শাহিন মাতবর প্রমুখ।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?