গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের যেনো সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাই তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে, হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার রাতে, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ছাত্ররা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে আহতরা দাবি করেন।
এছাড়াও এ ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?