দেশবাসীর উদ্দেশে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, আপাতত এপর্যন্তই থামুন, নতুন করে কোন ধরনের ভাঙাভাঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখবে না।
উল্লেখ্য, গেলো বুধবার (৫ ফেব্রয়ারি) স্বৈরাচারী শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দেশের অন্যান্য জেলায়ও আওয়ামী লীগের পতিত সরকারের মন্ত্রী-এমপির বাড়িও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?