এবার হিন্দু জনগোষ্ঠীর পাশে দাঁড়ালেন পিনাকী, বললেন প্রতিরোধ গড়তে।
বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুুপুর ১ টা ৫০ এ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।
পোস্টে পিনাকী উল্লেখ করেন,অনেক সেনা ক্যাম্পে নাকি বিপন্ন হিন্দু জনগোষ্ঠী ফোন করছে আশংকা জানিয়ে।
দুর্বৃত্তরা আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না উল্লেখ করে পিনাকী আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিশ্চিন্ত থাকুন দুর্বৃত্তরা আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। জনগনকে সাথে নিয়ে দুর্বৃত্তদের রুখে দিন। আমরা একসাথে এই দুর্বৃত্তদের রুখে দেবো।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?