গণহত্যার বিচারের ধীরগতি নিয়ে একপ্রকার ক্ষোভ ঝাড়লেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, আপনারা কোন সাধারণ চেয়ারের উপর বসে নেই। আপনারা যে চেয়ারে বসে আছেন এগুলো কোন কার্পেটের উপর না, এগুলো রক্তের। রক্তের স্তুপ এর উপর বসে আছেন আপনারা।
তিনি আরো বলেন, যদি আপনারা বিচার কার্যক্রম করতে না পারেন, অপারগতা প্রকাশ করেন। তাহলে বলে দেন, জাতির কাছে ক্ষমা চান। এখনই চেয়ারগুলো থেকে নেমে যান।
এছাড়াও ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?