বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, হাজার-হাজার মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অবশ্যই হত্যাকান্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার না হয়, স্বৈরাচারের দোসররা আরো উৎসাহী হবে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না।
বিচারের প্রশ্নে সব রাজনৈতিক দল ও নেতাকর্মীদের একত্রিত থাকার জন্য তারেক রহমান আহবান করেছেন। বাংলাদেশের মাটিতে এই হত্যাকান্ডগুলোর বিচার করতেই হবে।
তিনি আরও বলেছেন, এদেশের মানুষ আর হাসিনাকে দেখতে চায় না। তাই বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদ হাসিনা ও তার দোসরদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে
সালতা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করছে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে।
এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে। শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপির ৩১ দফার দাবি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সবশষে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাঞ্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?