পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি): জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। পটুয়াখালী-২ (বাউফল): ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): সাবেক জেলা আমীর অধ্যাপক শাহ আলম। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাওয়ুম।
মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেনসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের একসঙ্গে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?