ফাহাম তার পোস্টে লিখেছেন, “শেখ হাসিনা যদি কোনোদিন পাবলিক এড্রেস করে – এন্টি ফ্যাশিস্টদের সরাসরি ঘোষণা দেয়া উচিত যে -শুধু ৩২ নং নয় আমরা টুঙ্গিপাড়া বুলডোজ করে পুরাপুরি মাটির সাথে মিলিয়ে দিবো।”
শেখ হাসিনা যদি কোনোদিন পাবলিক এড্রেস করে – এন্টি ফ্যাশিস্টদের সরাসরি ঘোষণা দেয়া উচিত যে – আমরা টুঙ্গিপাড়া কবরসৌধ বুলডোজ করে পুরাপুরি মাটির সাথে মিলিয়ে দিবো।সরকারের কোনো বাধা দেয়া উচিত না।
আমরা বাংলাদেশের সব বুলডোজার টুঙ্গিপাড়া নিয়ে যাবো। সারা জীবনে কোনোদিন যদি পাবলিক এড্রেস করে – এইটা হবে পরিণতি। ফেজবুকে এক পোস্টে এ মন্তব্য করেন, লেখক ফাহাম আব্দুস সালাম
তিনি আরও যোগ করেন, “সরকারের কোনো বাধা দেয়া উচিত না। আমরা বাংলাদেশের সব বুলডোজার টুঙ্গিপাড়া নিয়ে যাবো। সারা জীবনে কোনোদিন যদি পাবলিক এড্রেস করে – এইটা হবে পরিণতি।”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকে এর পক্ষে-বিপক্ষে মতামত দিচ্ছেন।
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালামের একটি সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
স্ট্যাটাসটিতে তিনি স্পষ্টভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?