বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ
মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি):
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান তুহিন মাহমুদ। তিনি সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় বর্ধিত সভায় তাকে ৩৫ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে তুহিন মাহমুদ বলেন, “জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এই কমিটি জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোনারগাঁয়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি Global Partnership এবং Grant Specialist হিসেবে কাজ করছেন এবং আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনায় তার বিশেষ দক্ষতা রয়েছে।
তুহিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে বিভিন্ন বিষয়ের ওপর স্কলারশিপ নিয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এ সম্পর্কিত আরো খবর