শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মশিউর রহমান ও এম এ গণি মৈশাল নামে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত আলাদা পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা মো. মশিউর রহমান নয়েছ শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আর এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

চিঠিতে বলা হয়, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় দলীয় পদসহ সব পদ থেকে মো. মশিউর রহমান নয়েছ ও এম.এ গণি মৈশালকে অব্যাহতি দেওয়া হলো। উপরোক্ত আদেশ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আসলে কি কারণে দল তাদের অব্যাহতি দিয়েছেন তা তার জানা নেই বলে জানান।

 

এ সম্পর্কিত আরো খবর