বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শেখ হাসিনা সরকার এরশাদের চেয়েও ১০ গুণ বেশি স্বৈরাচার ছিল : জিএম কাদের

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৯

শেখ হাসিনা সরকার এরশাদের চেয়েও ১০ গুণ বেশি স্বৈরাচার ছিল : জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ১০ গুণ বেশি স্বৈরাচার ছিল এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার তা আমি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছিলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের দুটি ভিডিও বার্তায় সাবেক এই বিরোধীদলের নেতা বলেন, শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার ছিল এমন মন্তব্য করে তিনি বলেন, একথা আমি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনেই ঘোষণা করেছিলাম।

আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন চালু করতে চেয়েছিল এমন অভিযোগ করে দলটির অন্যতম রাজনৈতিক মিত্র হিসিবে পরিচিত জাপা প্রধান বলেন, সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য ও আলোচনায় আমি আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করেছিলাম।

নানা বৈষম্য সৃষ্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুরো দেশকে বিভক্ত করেছে এমন অভিযোগ করে জি এম কাদের বলেন, অনেক বিষয়ে টানা চার মেয়াদে বৈষম্যের মধ্য দিয়ে দেশে বিভেদ সৃষ্টি করেছিল দলটি।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার একটি ক্ষুদ্র গোষ্টীকে সুযোগ সুবিধা দেয়। তারা নানাভাবে মানুষকে শোষণ করে, নির্যাতন করে। মানুষকে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে। এসব বিষয়ে আমিই প্রথম কথা বলি।

তিনি আরও বলেন, এরশাদ সরকার স্বৈরাচার ছিল আমি তা বলতে চাই না। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। তবে জনগণের মতামত বিবেচনা করেছেন। যদি তা ধরেও নেই তাহলে শেখ হাসিনা ছিল ও তার সরকার ছিল এরশাদের চেয়ে ১০ গুণ বেশি স্বৈরাচার।

জি এম কাদের বলেন, দেশের রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ে বেশি নির্যাতিত দল আছে বলে আমি মনে করি না। জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণ করেছিল এবং একই কারণে পদত্যাগও করেছিল।

১৯৯১-৯৫ পর্যন্ত এরশাদসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরো খবর