চট্টগ্রামের রাউজানে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আরমান (৩০)। তিনি ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াছিন শাহ মাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বারের ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরমান ডেকোরেশনের ব্যবসা করতেন। তিনি ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
নিহতের মামা শফিকুল ইসলাম সুমন ও এলাকাবাসী জানায়, আরমানকে সোমবার রাত প্রায় ৮টার দিকে নিজ পাকা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে চিকদাইর পুলিশ ফাঁড়ির মো. কাদেরকে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।’
এলাকাবাসী জানায়, নিহত আরমান দুই দিন আগে ফেসবুকে পোস্ট করেন ‘মৃত্য ব্যতীত কোনো কিছুই আমাদের জন্য স্থায়ী নয়’।
এই পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় তিনি ফাঁসিতে ঝুলে মারা যান।