বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে এখন অনেক মুনাফিক আছেন উল্লেখ করে তাদের থেকে সাবধান থাকতে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্যের শুরুতে বলেন, ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল। অত্যাচারী জালেম সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপির মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ না পায়। যদি কোনো বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো লেনদেন বা পুর্নবাসনের সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশটাকে শেখ হাসিনা নরক বানিয়ে গেছে, অর্থনীতি-শিক্ষা ও সমাজ ব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে। তাই পালানোর পরে ভারত ছাড়া কোনো দেশ তাকে গ্রহণ করেনি।