শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার পুনরুত্থান ঠেকাতে হলে জাতীয় মহাঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার মিরপুর বাজার ঈগল চত্বরে এক শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
লিংকন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে হলে প্রয়োজন মহাঐক্য। প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো বসে আছে। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায় পর্যন্ত রয়েছে অবৈধ অর্থের প্রভাব। এই অপশক্তির মোকাবেলা করতে হলে দেশের সকল স্তরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামসহ ফ্যাসিবাদ বিরোধী অন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে সেই মহাঐক্যে শামিল করতে হবে। সারাবিশ্বে ড. ইউনূসের প্রভাব-সম্পর্ককে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিলে এই ঐক্য অল্প সময়ে গড়া সম্ভব। তারেক রহমান হবেন মহাঐক্যের প্রতীক।
১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা শঙ্কা প্রকাশ করে বলেন, ফ্যাসিস্টবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা ভেঙ্গে গেলে দেশের মানুষ ভয়াবহ অন্ধকারে নিপতিত হবে।
তিনি আরও বলেন, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে সেই মহাঐক্যে শামিল করতে হবে। সারাবিশ্বে ড. ইউনূসের প্রভাব-সম্পর্ককে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিলে এই ঐক্য অল্প সময়ে গড়া সম্ভব। তারেক রহমান হবেন মহাঐক্যের প্রতীক।
১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা শঙ্কা প্রকাশ করে বলেন, ফ্যাসিস্টবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা ভেঙ্গে গেলে দেশের মানুষ ভয়াবহ অন্ধকারে নিপতিত হবে।