শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত করার ঘোষণা বিএনপি নেতা টিপুর

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ জানুয়ারী ২০২৫, ১০:৩৮

নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত করার ঘোষণা বিএনপি নেতা টিপুর

মো:তানসেন আবেদীন: নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, যানজট এবং গ্যাস-বিদ্যুৎ চুরি মুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আমার নারায়ণগঞ্জ’ আয়োজিত ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান।

এড. টিপু বলেন, “সন্ত্রাস, যানজট, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের মাঠে থাকতে হবে। মিষ্টি ভাষায় কথা না বলে, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়াতে হবে।”

তিনি উল্লেখ করেন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো গডফাদার সৃষ্টি করে এবং তাদের কার্যকলাপ জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তিনি বিএনপির পক্ষ থেকে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা নামটি অত্যন্ত সম্মানজনক হলেও অনেকেই এ ট্যাগ ব্যবহার করে অপকর্মে লিপ্ত হন। “গডফাদাররা মুক্তিযোদ্ধা সংসদের ট্যাগ লাগিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান। এই গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ আমরা চাই।”

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ উল্লেখ করে টিপু বলেন, “সংবাদপত্র বিগত ১৬ বছর স্বাধীন ছিল না, এখন স্বাধীন। সাংবাদিকদের প্রতি অনুরোধ, যদি আমি নিজেও সন্ত্রাস বা চাঁদাবাজিতে জড়াই, আমার বিরুদ্ধেও লিখবেন।”

তিনি বলেন, “আমরা যারা নিজেদের অভিভাবক দাবি করি, তাদের মাঠে থাকতে হবে। গোল টেবিলে আলোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আসুন আমরা শপথ করি, যেকোনো গডফাদার ও তাদের দোসরদের বিরুদ্ধে সরাসরি মাঠে নামবো।”

নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের আহবায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান।

 

আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বিকেএমইএ’র সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা ফজলুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, নারী নেত্রী পপি রানী সরকার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর