মোখলেছুর রহমান (ঢাকা প্রতিনিধি):
পতিত শেখ হাসিনার আমলে ভারতের কলোনিতে পরিণত হয়েছিল বাংলাদেশ। জিও পলিটিকাল কারণে ভারত বাংলাদেশের যুদ্ধের সময় সহযোগিতা করেছিল। চিকেন নেক তৈরির কারণ ছিল বিজনেস ট্রানজেকশন।
একারণেই পাকিস্তান থেকে বাংলাদেশকে পৃথক করতে তারা এগিয়ে এসেছিল। স্বাধীন বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেনা বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জাস্টিস ফর জুলাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশের গতিপথ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদ একদিনে হয়নি। ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এর সূচনা হয়েছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত ফ্যাসিজম চালিয়ে গেছে পতিত শেখ হাসিনা সরকার।
আমাদের সন্তানদের মহান আত্মত্যাগের মাধ্যমে এই ফ্যাসিজম থেকে মুক্তির পথ তৈরি করে দিয়েছে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই বিপ্লব সফল করতে বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। পড়াশোনা করে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বাঙালি মুসলমানদের রেনেসাঁসের সুযোগ এসেছে যা কাজে লাগাতে হবে। বাঙালি মুসলমানের কালচার ধারণ করতে হবে।
এই সরকার বাংলাদেশকে অতিদ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যাবে বলপ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নুরুল্লাহ বলেন, পতিত শেখ হাসিনা ভারতে গিয়ে সময়ে সময়ে প্রেসক্রিপশন নিয়ে এসেছেন আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালিয়েছেন।
ফ্যাসিজম মানেই শেখ হাসিনা। বিচার বিভাগ ধ্বংস করে করেছে শেখ হাসিনা সরকার। সংবিধান সংশোধন করে নতুন বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, কোনকিছুতেই সরকারের নিয়ন্ত্রণ নেই, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। আমলারা আগের মতোই আছে। লুটেরাদের ধরা হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্রুত প্রবেশ করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, স্বাধীনতার পর থেকেই ভারতীয় আধিপত্য ছিলো। ২৪’র গণঅভ্যুত্থানের পর আমরা গণমানুষের আকাঙ্খা পূরণ করতে পারছি কিনা সেই প্রশ্নও রেখেছেন। মাহমুদুর রহমানকে নতুন প্ল্যাটফর্ম গড়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক মেসবাউল আলম সওদাগর, ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন সাদি, জাস্টিস ফর জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক সজিবুর রহমান সজিব।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?