সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে, বিষয়টি এমন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, এমন নয়। এ ক্ষেত্রে সংসদেরও ভূমিকা লাগবে।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে তিনি বলেন, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারে কি-না তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারে কি-না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সংবিধান নিয়ে আসা প্রস্তাবগুলোকে বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধান সংশোধন ও সংস্কারের মাধ্যমে ৫ বছর পর পর যদি ভোটের অধিকার নিশ্চিত করা যায়, তবেই এ প্রচেষ্টা সফল হবে।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?