ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড নিয়ে রহস্য এখনো কাটেনি। ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও চারটি ফ্লোর রয়েছে বলে দাবি করছেন অনেকে। যা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এবার সেই পনি সেচার জন্য কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার সকাল থেকে চলছে প্রস্তুতি। বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি তুলতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। চারটি সেচ মেশিন আনা হয়েছে।
নির্মাণাধীন ভবনের নিচে আয়নাঘর আছে এমন সন্দেহে আজও ভিড় করেছেন অসংখ্য মানুষ। পানির নিচে কি থাকতে পারে তা নিয়ে চলছে নানান আলোচনা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে পানি তোলার এমন চিত্র দেখা গেছে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না।
বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে যে পানিটা সেটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি।
এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি জানিয়ে তিনি বলেন, ভবনটা নতুন। এখনো নির্মাণাধীন। পানিটা দেখে খুব বেশিদিন আগের পুরাতন পানি মনে হচ্ছে না। পানি তোলার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?