সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ধর্মীয় অনুষ্ঠান

রাজধানী মুগদায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলন

মো: মেহেদী হাসান শাওন গতকাল ১০ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী ঢাকার মুগদায় কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলন। মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিশ্বব্যাপী খ্যাতনামা কারীগণ। আমন্ত্রিত বিদেশি কারিগণ হলেন, আনোয়ারুল হাসান শাহ […]

রাজধানী মুগদায় অনুষ্ঠিত  হলো আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলন

{"data":{"pictureId":"db55b5a055374bbf8a624b6ee6279e22","appversion":"5.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra":{},"campaign_key":"","sub_campaign_key":"","campaign_token":""},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

নিউজ ডেস্ক

১১ জানুয়ারী ২০২৫, ২২:৩১

মো: মেহেদী হাসান শাওন

গতকাল ১০ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী ঢাকার মুগদায় কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলন।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিশ্বব্যাপী খ্যাতনামা কারীগণ। আমন্ত্রিত বিদেশি কারিগণ হলেন, আনোয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান) আতা আব্দুল আলিম রসূলী (মালয়েশিয়া) হাদী ইসফিদানি (ইরান) মুখতার মোহাম্মদ আব্দুল আজিজ (ইরাক) হাফিজ আবু মোহাম্মদ আসাদ (ভারত)।

বাংলাদেশি ক্বারিগণের মধ্যে ছিলেন, মাওলানা সাইফুল ইসলাম আসাদ, হাফেজ মো. ইমরান হাসান, মাওলানা মুজিবুর রহমান, সুন্দর কণ্ঠে ইসলামি নাশিদ পরিবেশনা উপস্থাপনের জন্য সম্মেলনে অংশ নেবেন দেশের প্রখ্যাত শিল্পীগণ, থাকবেন, কাজী আল আমিন, মুহাম্মদ আহসান, মাওলানা রাশেদ, সাদিক আল কোরাইশী, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইমামুল হকসহ আরও অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আগত ক্বারীগন মনেমুগ্ধকর কুরআন তিলাওয়াত পেশ করে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মন কেরে নেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোজাম্মেল হোসাইন  কায়কোবাদ। এসময় তাদের মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পক্ষ থেকে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। রাত ১২ টার দিকে অনুষ্ঠানে যোগ দেন গনঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর ( সাবেক ঢাবি ভিপি)।

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কায়কোবাদ উপস্থিত সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে, দেশে যেকোনো চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান এবং দেশে কুরআন ও হাদিসপন্থী আইন পাশ করার পক্ষে থাকার কথা বলেন।

আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে সভাপতি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, খ্যাতিমান ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (উপদেষ্টা, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার)। উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা এরশাদুল হক।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ সম্মেলনের মূল উদ্দেশ্য ইসলামি সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। হাফেজ ছাত্রদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো হবে এ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।

এ আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজক মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ গনমাধ্যমে বলেন, “এ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা কারি ও শিল্পীদের একত্রিত করে কুরআনের সুমধুর তিলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং ইসলামি চেতনাকে সবার হৃদয়ে পৌঁছে দেয়া। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির অন্যতম গর্বিত উদ্যোগ, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কোরআনে হাফেজ বানাতে আগ্রহী হবে বলে আমি মনে করি।”

ইসলাম ও জীবন

শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারী শুরু হয়ে ২ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ […]

নিউজ ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫, ১৭:২৭

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারী শুরু হয়ে ২ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।

এরপর ৩ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারী বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সা’দ অনুসারীরা

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ বিদেশী আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরী হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশী মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ ১টি ব্রিজ নির্মান করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

এ প্রসঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ‘ইজতেমা ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি আগামী শুক্রবার ইজতেমা শুরুর পূর্বেই সকল শেষ হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষনসহ পুরো ময়দান ও আশপাশ এলাকা সিটি টিভির আওতায় আনা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠান

ইজতেমায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। প্রায় ৭ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, পুরো ইজতেমা ময়দানকে […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫, ১৬:০২

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। প্রায় ৭ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
ইজতেমা ময়দান এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া র‌্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিডবোট দিয়ে টহল দেবেন। ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে।
ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলাম ও জীবন

রাজধানীর মাখযানুল উলুম মাদরাসার ‘আন্তর্জাতিক ইসলামি সম্মেলন’ আগামীকাল

আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা সংলগ্ন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে রাত ১১ পর্যন্ত। এ সম্মেলনে দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বুখারি শরিফের শেষ সবক প্রদান করা হবে। […]

নিউজ ডেস্ক

১৬ জানুয়ারী ২০২৫, ১৮:৫৪

আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।
জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা সংলগ্ন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে রাত ১১ পর্যন্ত।

এ সম্মেলনে দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বুখারি শরিফের শেষ সবক প্রদান করা হবে। প্রধান অতিথি থাকবেন আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি থাকবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মুফতি মুহাম্মদ আমিন পালনপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

অনুষ্ঠানে আলোচনা করবেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, পাকিস্তানের আলেম মাওলানা সাইয়েদ ফয়সাল নাদিম শাহ, খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, শায়খুল হাদিস মাওলানা ওমর ফারুক সন্দিপী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এ ছাড়াও আরও আলোচনা করবেন দেশবরেণ্য আলেম-ওলামা।

সম্মেলনের আয়োজক ও আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা জহুরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য কেবল একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং ইসলামি চেতনাকে সবার হৃদয়ে পৌঁছে দেয়া। এই মহাসম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা আলেমদের একত্রিত করে কুরআন-হাদিসের সুমধুর বাণী এবং ইসলামি শিক্ষার মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করতে চাই।

তিনি আরও বলেন, দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির গর্বিত উদ্যোগ, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কুরআনে হাফেজ ও আলেম বানাতে আগ্রহী হবে।