ফজিলত ও মর্যাদাপূর্ণ মাসসমূহের মধ্যে শাবান মাস অন্যতম। দ্বিনি বিবেচনায় এই মাসটি অত্যন্ত তাৎপর্য ধারণ করে। বলার অপেক্ষা রাখে না যে, রসুল সা. ছিলেন অধিক আমলকারী। কিন্তু তা সত্ত্বেও এ মাসে আমল করার ব্যাপারে তিনি আরো বেশি গুরুত্ব দিতেন। বিশেষ করে তিনি এ মাসে অধিকহারে রোযা রাখতেন।
হজরত আয়েশা সিদ্দীকা রাযি. বলেন,‘রসুলুল্লাহ সা. যখন রোযা রাখা শুরু করতেন, তখন মনে হতো, তিনি হয়ত আর রোযা ভাঙ্গবেন না, আর যখন তিনি রোযা ভাঙ্গা শুরু করতেন, তখন মনে হতো তিনি আর রোযাই রাখবেন না। আমি রসুল সা.-কে রমজান ছাড়া পূর্ণ মাস রোযা রাখতে দেখিনি। আর শাবান মাসের মত অধিক পরিমাণ নফল রোযা অন্য কোনো মাসে রাখতেও দেখিনি।’(সহিহ বুখারী, হাদিস : ১৯৬৯; সহিহ মুসলিম, হাদিস : ১১৫৬)
শাবান মাসে অধিক রোযা রাখার কারণ
রসুল সা. শাবান মাসে অধিক পরিমাণে রোযা কেন রাখতেন তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে হজরত উসামা বিন যায়েদ রাযি.-এর সূত্রে বর্ণিত একটি হাদিসে। তিনি বলেন,‘মানুষ এ মাসের ফজিলত সম্পর্কে অনেকটাই উদাসীন থাকে। অথচ এ মাসটি এমন যে, এ মাসেই মানুষের আমল মহান আল্লাহ রাব্বুল আলামীন-এর দরবারে পেশ করা হয়। আর (এ কারণেই আমি চাই যে, আমার আমল মহান আল্লাহ তায়ালার দরবারে এমন অবস্থায় পেশ করা হোক, যে অবস্থায় আমি রোযাদার।’
(সুনানে নাসায়ী, হাদিস : ২৩৫৭; আস-সুনানুল কুবরা লিন নাসায়ী, হাদিস : ২৬৭৮)
তাই অন্যান্য মাসের তুলনায় এ মাসে, বিশেষ করে ১৪ই শাবান দিবাগত রাত তথা শবে বরাতে নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া কাম্য।
শবে বরাতের ফজিলত
হজরত মুয়ায বিন জাবাল রাযি. থেকে বর্ণিত, নবী কারীম সা. ইরশাদ করেছেন-
يَطْلُعُ اللهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ
‘আল্লাহ তায়ালা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে সমগ্র সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং দুই শ্রেণির লোক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। আর সেই দুই শ্রেণির লোক হলো, মুশরিক ও অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী।’(সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৫৬৬৫; শুয়াবুল ইমান (বায়হাকী), হাদিস : ৩৮৩৩)
এছাড়াও এ রাতের ফজিলত সংক্রান্ত আরো একাধিক হাদিস বর্ণিত হয়েছে।
শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে জানা যায় যে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় মাস। এ মাসে বেশি পরিমাণে রোযা রাখা, নফল ইবাদত করা এবং বিশেষত শবে বরাতের রাতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য বিনম্রভাবে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। তবে, শাবান মাসের মূল শিক্ষা হলো- নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করলে আমরা রমযানের জন্য আত্মশুদ্ধির প্রস্তুতি গ্রহণ করতে পারব, যা আমাদের দ্বিনি জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শাবান মাসের ফজিলতে বোঝার ও তার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।
লেখক: মুফতি মুখলিছুর রহমান
মুদাররিস: জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়া