মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

তুলশী গ্যাবার্ডের সামনেই এবার ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন!

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন। ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সরব হলেও এবার তিনি নিজ চোখেই প্রত্যক্ষ করলেন উগ্র হিন্দুত্ববাদীদের সংখ্যালঘু নিপীড়নের ভয়াবহ রূপ। ভারতের রাষ্ট্রীয় সফরে থাকা অবস্থায় মহারাষ্ট্রের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গার চাক্ষুষ সাক্ষী হলেন […]

তুলশী গ্যাবার্ডের সামনেই এবার ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন!

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ২১:৩৬

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন। ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সরব হলেও এবার তিনি নিজ চোখেই প্রত্যক্ষ করলেন উগ্র হিন্দুত্ববাদীদের সংখ্যালঘু নিপীড়নের ভয়াবহ রূপ। ভারতের রাষ্ট্রীয় সফরে থাকা অবস্থায় মহারাষ্ট্রের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গার চাক্ষুষ সাক্ষী হলেন তিনি।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে উগ্রবাদী কার্যক্রম, পুষ্পস্তলিকা পোড়ানো, অগ্নিকাণ্ড, ভাঙচুর ও মুসলমানদের ওপর নির্মম হামলার ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। এখন কি তুলসী গ্যাবার্ড এসব বর্বরতা নিয়ে কথা বলবেন? নাকি তিনি এখনও ইসলাম বিদ্বেষী কসাই নরেন্দ্র মোদির হয়ে গলা ফাটাবেন?

এটাই প্রথম নয়, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নেক্কারজনক হামলার ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে। সম্প্রতি হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিমদের মসজিদের সামনে আক্রমণ করা হয়েছে। এমনকি মোদির বিশ্বাসভাজন পুলিশ কর্মকর্তা সরাসরি জুমার নামাজে বাধা দিয়েছেন। পবিত্র রমজান মাসে মুসলিমদের উপাসনালয় মসজিদ ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে, যাতে হিন্দুত্ববাদীদের উৎসবে কোনও ব্যাঘাত না ঘটে! এটাই সেই ভারত, যেখানে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে নির্মিত হয়েছে রাম মন্দির এবং মোদির শাসনামলে অনেক মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তুলসী গ্যাবার্ডকে দিয়ে ভারত তার স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত। মোদি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে চেয়েছিলেন, কিন্তু সফল না হয়ে এবার মার্কিন গোয়েন্দা প্রধানকে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

কিন্তু এবার গ্যাবার্ড নিজেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার ভয়াবহতা খুব কাছ থেকে দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি এবারও চুপ থাকবেন? নাকি ভারতে মুসলমানদের ওপর চালানো ভয়াবহ নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলবেন?

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ১৮৯৭

আন্তর্জাতিক

পতাকায় মোড়া কফিন দেখে পাথরের মতো কঠোর মিসাইল ম্যান কিম অঝোরে কাঁদলেন

সাধারণভাবে তার উপস্থিতি মানেই বিশ্ব মিডিয়ায় তোলপাড়—শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া কিংবা যুদ্ধের হুঁশিয়ারি। এমনকি তার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন—যিনি পরিচিত একজন ‘লৌহ মানব’ হিসেবে। কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন কিমকে—পাথরের মতো কঠোর এই রাষ্ট্রনেতার চোখে অশ্রু। দৃশ্যটি সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় […]

পতাকায় মোড়া কফিন দেখে পাথরের মতো কঠোর মিসাইল ম্যান কিম অঝোরে কাঁদলেন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৫, ১৯:৪৬

সাধারণভাবে তার উপস্থিতি মানেই বিশ্ব মিডিয়ায় তোলপাড়—শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া কিংবা যুদ্ধের হুঁশিয়ারি। এমনকি তার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন—যিনি পরিচিত একজন ‘লৌহ মানব’ হিসেবে।

কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন কিমকে—পাথরের মতো কঠোর এই রাষ্ট্রনেতার চোখে অশ্রু। দৃশ্যটি সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। মঙ্গলবার প্রচারিত সেই ভিডিওতে দেখা যায়, রাশিয়ায় যুদ্ধরত অবস্থায় প্রাণ হারানো উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কফিনের সারি দেখে আবেগে ভেঙে পড়েন কিম জং উন।

অনুষ্ঠানটি ছিল রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তি উপলক্ষে। মস্কো-উত্তর কোরিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ইউক্রেনে রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারান উত্তর কোরিয়ার অন্তত ৬,০০০ সৈনিক—এমনই তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ।

অনুষ্ঠানে উপস্থিত কিম জং উনের সামনে ছিল লাল-নীল পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিন। প্রতিটি কফিন যেন যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসা নিঃশব্দ আত্মত্যাগের এক জীবন্ত প্রমাণ।

যুদ্ধের ভিডিওচিত্র প্রদর্শনের সময় কিম আবেগ ধরে রাখতে পারেননি। তিনি জানেন, এই মৃত্যুগুলো নিছক সংখ্যা নয়, প্রতিটি কফিনের ভেতর রয়েছে একেকটি পরিবারের কান্না, একেকটি স্বপ্নের অপমৃত্যু।

বরাবরই আবেগপ্রকাশে সংযত কিম জং উনের এই কান্না আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। এই কান্না যেন শুধুই একজন রাষ্ট্রপ্রধানের নয়, বরং যুদ্ধের নির্মমতার এক নীরব স্বীকৃতি।

বিশ্লেষকরা বলছেন, কিমের এই প্রকাশ্য অশ্রু যুদ্ধবিধ্বস্ত এক বাস্তবতা ও ব্যক্তিগত বেদনাবোধের প্রতিচ্ছবি।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ১৮৯৭

আন্তর্জাতিক

ভারতের ছাড়া পানিতে বন্যা, বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান!

ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করে নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ চলছে। বুধবার পানির চাপ বেড়ে যাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা […]

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ২২:২০

ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করে নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বুধবার পানির চাপ বেড়ে যাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে দেওয়া হয়। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেন,

“বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি; যাতে পানির চাপ কিছুটা কমে যায়।”

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের উজান থেকে বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ প্রবাহ বেড়ে গেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম নোটিশ দিয়েছিল। তবে এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

জরুরি সতর্কতা জারি করে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছে।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলি সতর্ক করে বলেন,

“আমি জনগণকে রাভি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি। কারণ ১৯৮৮ সালের বন্যার পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি।”

তার মতে, আজ রাত ও আগামীকাল সকালেই লাহোর হয়ে বন্যার পানির ঢল বয়ে যেতে পারে।

চলতি বর্ষায় পাকিস্তান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুন মাস থেকে শুরু হওয়া টানা বর্ষণ, ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ১৮৯৭

আন্তর্জাতিক

ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

ইসরায়েলের থেকে হত্যার হুমকি ছিল। তাই সামরিক উর্দি খুলে ছদ্মবেশ ধারণ করেন ইরানি এক শীর্ষ জেনারেল। মোবাইল ফোন তো দূরের কথা; সঙ্গে ছিল না কোনো ইলেকট্রিক ডিভাইস। তবুও ইসরায়েল তাকে খুঁজে বের করে হত্যা করে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার নিযুক্ত আলী শাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরেই হত্যা করা হয়। তার […]

ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১৪:৫৬

ইসরায়েলের থেকে হত্যার হুমকি ছিল। তাই সামরিক উর্দি খুলে ছদ্মবেশ ধারণ করেন ইরানি এক শীর্ষ জেনারেল। মোবাইল ফোন তো দূরের কথা; সঙ্গে ছিল না কোনো ইলেকট্রিক ডিভাইস। তবুও ইসরায়েল তাকে খুঁজে বের করে হত্যা করে।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার নিযুক্ত আলী শাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরেই হত্যা করা হয়। তার পূর্বসূরি গোলাম আলী রশিদ ইসরায়েলি হামলায় নিহত হন।

শাদমানিকে হত্যার পর ইরানজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়। দাবি করা হয়, হোয়াটসঅ্যাপের ডাটা ফাঁসের মাধ্যমেই শাদমানিকে খুঁজে পায় ইসরায়েল। কিন্তু এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মেয়ে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু খুঁজে বের করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করত বলে অভিযোগ ওঠার পর আলী শাদমানির মেয়ে মাহদিহ শাদমানি মুখ খুলেন ।

শুক্রবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমার বাবার অবস্থান প্রতি কয়েক ঘণ্টা অন্তর পরিবর্তিত হতো। তিনি কোনো স্মার্ট ডিভাইস বা ফোন বহন করতেন না। নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হতো, তবুও যুদ্ধ সদর দপ্তরের কমান্ডিং করার সময় তাকে ইসরায়েল হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করতে সমর্থ হয়।

শাদমানির মেয়ে লিখেন, তার বাবা হত্যার সময় ইউনিফর্ম পরিহিত ছিলেন না। সাধারণ, ধুলোমাখা পোশাক পরে সামরিক প্রতীক ছাড়াই অবস্থান করছিলেন। ওই সময় তাকে ট্র্যাক করে হত্যা করা হয়েছিল।

ইরানি সামরিক কমান্ডারদের খুঁজে বের করার জন্য ইসরায়েল হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ ব্যবহার করেছিল বলে অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন।

বারো দিনের যুদ্ধের সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের তাদের স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছিল। অভিযোগ করেছিল, অ্যাপটি ইসরায়েলে তথ্য সংগ্রহ করে পাঠায়।

হোয়াটসঅ্যাপ অভিযোগ অস্বীকার করেছে। বলেছে, এই ধরনের দাবি ইরানের অভ্যন্তরে ব্যবহারকারীদের পরিষেবা অ্যাক্সেস সীমিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

যুদ্ধের সময় ইসরায়েল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে। সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি, আইআরজিসি এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং আইআরজিসি ডেপুটি ফর অপারেশনস মেহেদী রব্বানি প্রমুখ অন্যতম।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ১৮৯৭