আকাশপথে ইসরায়েলের মতো ‘নিশ্ছিদ্র পাহারাদার’ মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য সে দেশের নিজস্ব আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’ তৈরি করা।
সোমবার ট্রাম্প জানিয়েছেন, এই ‘আয়রন ডোম’ তৈরির জন্য শীঘ্রই তিনি একটি সরকারি নির্দেশিকা জারি করবেন।
মায়ামিতে রিপাবলিকান শিবিরের এক কর্মসূচিতে ট্রাম্প বলেন, “আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য অত্যাধুনিক আয়রন ডোম তৈরির কাজ শুরু করতে হবে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ইজ়রায়েলকে সব সময় এক পা এগিয়ে থাকতে সাহায্য করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। ইজ়রায়েলের জন্য এটি একটি কবচের মতো। ইজ়রায়েলি ভূখণ্ডের দিকে ধেয়ে আসা স্বল্প বা মাঝারি দূরত্বের কোনও ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে অকেজো করতে দিতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। ‘আয়রন ডোম’ না থাকলে হামাস এবং হিজ়বোল্লা গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রে ইজ়রায়েলের বিভিন্ন প্রান্ত ক্ষতবিক্ষত হওয়ার আশঙ্কা ছিল।
বস্তুত আমেরিকার সাহায্য নিয়েই এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
সূত্র: আনন্দবাজার