ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের বিমানবাহী রণতরী ও হামলা চালানো যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন বাহিনী প্রথমে দাবি করেছিল যে, ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলে নিজেদের গুলিতে তাদের এফ-১৮ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনীই এ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ আক্রমণ চালায়, যার ফলে রণতরীটি তার পূর্ববর্তী অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে যায়। ইয়াহিয়া সারি আরও বলেন, এই হামলায় ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং এ সময় আকাশে উড্ডয়ন করা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানটি ধ্বংস হয়।
এদিকে, মার্কিন বাহিনী শুরুতে জানায় যে, তারা ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলে নিজেদের গুলিতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত করেছে এবং এটি ছিল একটি অঘটন।
সূত্রঃ পার্স টুডে