ইউরোপের তিন দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সকে সতর্ক করে বলেছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে অপব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তেহরান অনুরূপ এবং নিশ্চিতভাবে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা নেবে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইউরোপের তিন দেশের পক্ষ থেকে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে বেআইনি এবং উস্কানিমূলক পদক্ষেপ। পরমাণু সমঝোতা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আমির সাঈদ ইরাভানি বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় তিন দেশ স্নাপব্যাক ব্যবহারের হুমকি দিচ্ছে, তাদের এই হুমকি এবং পরিকল্পনাকে ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এটা সবাইকে পরিষ্কারভাবে বলছি, কথিত স্ন্যাপব্যাক শুধু অপব্যবহারের জন্য আপনাদের হাতে অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে না। ইরান পরিষ্কার করে বলছে, স্ন্যাপব্যাক ব্যবহারের মতো পদক্ষেপ হবে উস্কানিমূলক এবং নিশ্চিতভাবে ইরান তার সমানুপাতিক জবাব দেবে।”
কথিত স্নাপব্যাক মেকানিজম হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে পরমাণু সমঝোতায় সই করা দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল।
আমির সাঈদ ইরাভানি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকা দায়ী। ইউরোপের তিন দেশ তাদের প্রতিশ্রুতির প্রতি সম্মান না দেখানোর কারণে এই সংকট জটিল হয়েছে।
সূত্রঃ পার্সটুডে